নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলা সদর উপজেলার মারিয়া ইউনিয়নের করমূলী সাহসীপাড়া এলাকায় ভুট্টোর বাড়িতে হামলা করে ৩ টি গরুসহ ৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের দাবি একই এলাকার আশিক গংদের সাথে
পূর্ববিরোধের জের হিসাবে আমার স্বামী সহ আমাদেরকে খুন জখমের হুমকি দিয়া আসিতেছিল।
গত ০৩.০৯.২০২৩ তারিখের রাত০১:০০ঘটিকার পরিকল্পিতভাবে মোঃ সোহাগ মিয়া, মোঃ হাতিম মিয়া, মোঃ জাহাঙ্গীর মিয়া গংরা আরও অজ্ঞাতনামা ৩/৪ জন মিলে
ভুট্টো মিয়ার বাড়িতে হামলা ভাংচুর করে নগদ টাকা ৩ টি গরু, লুটপাট করে এ সময় ভুট্টোর বাবা লুৎফর রহমান ও মা রহিমা চিৎকার করলে হামলাকারীরা জানালা ভেংগে ঘরে টুকে তাকে এলোপাতাড়ি তাদের লাটি পেটা ও কোদাল দিয়ে কোপ দিয়েছে বলে জানান
কিশোরগঞ্জ সদর হাসপাতালে আহত লুৎফুর ও রহিমা।
এ ঘটনায় ভুট্টোর স্ত্রী রেখা আক্তার বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।
বিষয়টি নিয়ে কথা হলে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ বলেন, অভিযোগ পেয়েছি ঘটনাস্হল পরিদর্শন করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।