সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে মুছলেকা নিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট নাশিতা-তুল ইসলাম।
জানা যায়, মঙ্গলবার (১ আগষ্ট) হোসেনপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ আড়াইবাড়িয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের কন্যা শারমিন আক্তার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খুর্শিদমহল গ্রামের নুর হোসেনের পুত্র খাইরুল ইসলামের সাথে বিয়ের দিন তারিখ ঘোষনা করা হয়। বিয়ের প্রস্তুতি ছিল বেশ ঝাঁকজমক। ঐদিন দুপুরে কন্যার বাড়িতে মেহমানদের খাওয়া দাওয়া চল ছিল। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নজরে আসলে তিনি ঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহের আয়োজন বন্ধ করে দেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের পিতাকে ১০ হাজার জরিমানাা ও মুছলেকা দিয়ে বিষয়টি নিস্পত্তি করা হয়েছে। ১৮ বছর পূর্ন না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না বলে অঙ্গীকার করেন কন্যার অভিভাবক। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট নাশিতা-তুল ইসলাম। পেশকারের দায়িত্ব পালন করেন নাজির কামরুল হাসান রুবেল।