-নূরুন্নাহার-
সঠিক ভালোবাসা প্রভু
চেনার তৌফিক দাও,
নইলে প্রভু দেহ থেকে
প্রাণটা কেড়ে নাও।
মুখোশধারীর ভীড়ে আমি
সত্যিই আজ কাতর,
বলা মুশকিল জবান হারিয়ে
কবে হই পাথর।
তুমিই কেবল দিতে পারো
সৎ পথের দিশা,
তুমিহীনে পাবোনা কোথাও
এই সহজ ভিসা।
সবই সম্ভব তোমার দ্বারা
যদি তুমি চাও,
এক নিমিষেই ঠিক হয়ে যায়
আমার ভাঙ্গা নাও।
সৃষ্টির সেরা আখ্যা পেলাম
মানুষ তো বটে,
তাহার তুল্য সামান্য তম ও
বুদ্ধি নেই ঘটে।