আবু হানিফ পাকুন্দিয়া :অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মিজাপুর গ্রামে রতন মিয়া(২৯) পিতা মুসলিম ।সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার চরফারদীয় ইউনিয়নের মিজাপুর গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। নেতৃত্ব দেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার
এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানায় সদস্যরা।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবা দুপুরে মিজাপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর গ(৪) ধারায় ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।