1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

ভাওয়াইয়া সম্রাট অনন্ত কুমার দেব আর নেই

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়েছে

সরকার অরুণ যদু , কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, ভাওয়াইয়া ও লোকগানের প্রখ্যাত শিল্পী অনন্ত কুমার দেব আর নেই। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
অনন্ত কুমার দেব ১৯৫৩ সালের ১৬ মার্চ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের দেবালয় গ্রামে জন্মগ্রহণ করেন। তার মা প্রফুল্ল বালা ও বাবা যতীন্দ্রনাথ দেবের হাতেই সংগীতে তার হাতেখড়ি। ছোটবেলা থেকেই সংগীতচর্চার মধ্য দিয়ে বেড়ে ওঠা এই শিল্পী ভাওয়াইয়া, লোকগীতি ও গ্রামবাংলার গানে অসাধারণ পারদর্শিতা অর্জন করেন।
তিনি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার, রংপুর আঞ্চলিক কেন্দ্রের একজন নিয়মিত শিল্পী হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করেছেন। তার দরদভরা কণ্ঠ ও গায়কী ভাওয়াইয়া গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রয়াণে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
প্রয়াত শিল্পীর অন্ত্যেষ্টিক্রিয়া মঙ্গলবার দুপুর ১২ টায় তার নিজ গ্রাম দেবালয় গ্রামের শ্মশানে (সরলার দোলা) অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
মহান স্রষ্টার কাছে প্রার্থনা—তিনি যেন প্রয়াত শিল্পী অনন্ত কুমার দেবকে পরম করুণায় গ্রহণ করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের এই শোক সহ্য করার শক্তি দান করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST