1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সরিষাবাড়ীতে যুবদল নেতাদের বাড়িতে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ

  • প্রকাশ কাল সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গভীর রাতে যুবদল নেতার বসতবাড়িতে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নীসন্ত্রাস সৃষ্টি সহ বসত ঘরের বেড়া ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা পূর্বচর কোলার পাড়া এলাকায় এবং ডোয়াইল মূলপাড়া গ্রামে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।
   স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন সাবেক ইউনিয়ন যুবদলের সহ সভাপতি লিটন মিয়ার ঘরের বারান্দার গ্রীলের দরজার সামনে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করার বিষয়ে সন্দেহ জনক ভাবে অভিযোগ তুলেছেন একটি পক্ষের বিরুদ্ধে। অজ্ঞাত নামা দুর্বৃত্তরা  লিটনের বসত ঘরের বারান্দার ষ্টৗলের দরজার সামনে কেরোসিন ভর্তি বোতলে আগুন ধরিয়ে এবং পেট্রোল বোমাসদৃশ অগ্নিবোমা তৈরি করে বসত ঘর লক্ষ্য করে নিক্ষেপ করে। এতে মুহূর্তেই বসত বাড়ীর এলাকায় আগুন ও আতঙ্ক ছড়িয়ে পড়লে বাড়ীর লোকজন ডাকাডাকি করার ফলে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে সরিষাবাড়ী থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ভোর ৪ টার দিকে এলাকার ও লিটনের বাড়ীতে উপস্থিত হয়ে তাদের লোকজনকে আতংক না হওয়ার সাহস যুগিয়ে দেন এবং কিছু আলামত সংগ্রহ করে থানা নিয়ে আসেন বলে ভুক্তভোগী লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। এ দিকে একই সময় লিটনের ছোট ভাই অটো চালক মিজানুর রহমান এর বসত ঘরের বেড়া ও টিনের বাউন্ডারী কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এ এছাড়াও লিটনের সাথে এক সাথে চলা ডোয়াইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও ডোয়াইল উচ্চ বিদ্যালয়ের অভিবাভক সদস্য ওয়াসিম উদ্দিন এর বাড়িতে অজ্ঞাতনামা একদল দুষ্কৃতকারীরা টিনের বাউন্ডারীর গেটে জোরে সোরে টিনের সাথে থাপড়া থাপড়ির এক পর্যায়ে একটি পেট্রোল বোমা ফাটায়।এ সময় বাড়ীর লোকজন চিল্লা চিল্লি করলে অজ্ঞাতনামা দুবৃত্তরা পালিয়ে যায় বলে ওয়াসিম উদ্দিন এর স্ত্রী শাবানা বেগম সাংবাদিকদের জানিয়েছেন। এ ঘটনায় কেউ হতাহত ও পুলিশের হাতে আটক হয়নি। 
এ ব্যাপারে ভুক্তভোগী ডোয়াইল ইউনিয়ন সাবেক ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মো. লিটন মিয়া জানান, আমার প্রতিবেশীর সাথে অন্য জনের জমি সংক্রান্ত বিরোধ চলছে। ওই বিরোধটি আমার ইন্ধনে হচ্ছে সন্দেহে আমার বাড়ির ও ওয়াসিম উদ্দিন এর বাড়ীতে এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করছেন। তিনি আরও বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা এক সময় আওয়ামী লীগ করেছে এখন জামায়াত এর সাথে জডিত হয়ে এ তান্ডব চালিয়েছেন বলে অভিযোগ তুলেছেন। তিনি প্রশাসনকে জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনে থানায় অভিযোগ দিবেন। অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রশাসনের নিকট জোর দাবি জানান তারা।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST