স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কিত বিষয়াদি প্রচারের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারী) দুপুরে উপজেলার হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ,সমাজসেবা কর্মকর্তা মো.এহছানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান প্রমূখসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সভায় গণভোটের গুরুত্ব, ভোটারদের অধিকার, ভোট প্রদানের নিয়ম ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নারী ভোটার, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান,'গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সভা, লিফলেট বিতরণ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে।'
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.