নূর আহাম্মদ পলাশ
‘দেশের চাবি আপনার হাতে’ গণভোট নিয়ে কিশোরগঞ্জ পৌরসভার জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
গণভোট-২০২৬ সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ করা হয়েছে। ‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগান ধারণ করে পৌরসভার বিভিন্ন জনবহুল এলাকা ও শহরাঞ্চলে এই প্রচারণা চালানো হয়।
ব্যানার ও লিফলেটে গণভোটে হ্যাঁ ভোট দিলে কী সুবিধা মিলবে এবং না ভোট দিলে কী পাওয়া যাবে না তা স্পষ্টভাবে তুলে ধরা হয়। এতে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও পিএসসি গঠন, সংবিধান সংশোধনে সীমাবদ্ধতা, প্রধানমন্ত্রী মেয়াদসীমা, বিচারব্যবস্থার স্বাধীনতা, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, উচ্চকক্ষ গঠনসহ মোট ১১টি সংস্কার বিষয়ে জনগণকে অবহিত করা হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে গঠিত গণভোট প্রচার কার্যক্রম সেলের ধারাবাহিকতায় এই কর্মসূচি বাস্তবায়ন করে কিশোরগঞ্জ পৌরসভা। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
পৌরসভার কর্মকর্তা সঞ্জয় মোদক জানান, লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে গণভোটের বিষয়বস্তু পৌঁছে দিয়ে সচেতন করা হচ্ছে। ভোটাররা যাতে গণভোটে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে পৌরসভা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.