আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন এলাকার ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযানে মোট ৫টি ইট ভাটার মালিককে ২৯ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার এই ৫টি ইট ভাটায় জ্বালানি হিসাবে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে মোট ২৯ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ইট ভাটাগুলো হলো মেসার্স বিজয় ব্রিকস কালামাঝি, মেসার্স সিটি ব্রিকস কুড়ালিয়া, মেসার্স এস, কে, বি, ব্রিকস কুড়ালিয়া, মেসার্স তিতাস ব্রিকস দড়িহাতিল ও মেসার্স মধুপুর ব্রিকস দড়িহাতিল।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালনা করেন জেলা ম্যাজিস্ট্রেট নওশাদ আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল এর পরিচালক বিপ্লব কুমার সূত্রধর, উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক ও মধুপুর থানা পুলিশ,আনসার ব্যাটলিয়ন ও ফায়ার সার্ভিসের একটি টিম।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.