ফারজানা আক্তার, কুলিয়ারচর( কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এমবিএম স্যানেটারির সৌজন্যে, ব্রাক ইউপিজি কর্মসূচির সহযোগিতায় উপজেলার ৪০ জন প্রতিবন্ধীকে শীতবস্ত্র ও হাত ধোয়ার সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।
২৪ ডিসেম্বর সকাল দশ ঘটিকার সময় মাইজহাটি গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে উপজেলা ব্রাক ব্রাঞ্চ প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য প্রদান করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন , বিডিএস ঢাকা ওয়াল এন্ড ডেন্টাল কেয়ার ডা:মো: জিয়া উদ্দিন (টিটু), কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফারজানা আক্তার,
এম.বি.এম স্যানিটারির স্বত্বাধিকারী মো: বাচ্চু মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, তারা সূবর্ণ নাগরিক।তারাও সকল কর্মসংস্থানে অংশ গ্রহন করতে পারবে বলে তাদের সঠিক পরিচর্যা ও স্বাস্থ্য সুরক্ষার প্রতি সচেতন হতে হবে বলে পরামর্শ দেন তাদের অভিভাবক গণকে।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালিয়াচাপড়া ব্রাক শাখা ব্যবস্থাপক মো:আব্দুর রহিম ও আব্দুল হাকিম, মাইজহাটি গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি শহিদুল ইসলাম, হাজেরা খাতুন মডেল একাডেমির প্রধান শিক্ষক রুবেল মিয়া,উপজেলা সিনিয়র প্রগ্রাম অর্গানাইজার খালেদা আক্তার ও ফরহাদ হোসেন, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন জেলা সহকারি ম্যনেজার মো:আশিকুল মামুন সাজ্জাত, প্রগতির এরিয়া ম্যানেজার মো:মুক্তারুজ্জামান,শাখা হিসাব কর্মকর্তা শিউলী আক্তার ও শানু বেগম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিবন্ধী ও তাদের অভিভাবকগণ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সিনিয়র প্রগ্রাম অর্গানাইজার টিটু রঞ্জন কর।
শীতবস্ত্র ও সুরক্ষা সামগ্রী পেয়ে প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা অত্যন্ত আনন্দের সাথে জানান যে,সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা যদি এভাবে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে আমাদের কষ্ট অনেকখানি লাগব হবে।