মহিবুর তালুকদার শিবলু,চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি:-
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালান বিরোধী পৃথক ০২টি অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্স এবং জিরাসহ গাড়ি জব্দ করেছে, যার মোট সিজার মূল্য প্রায় ৬৮ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ টহল দল ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে সীমান্ত হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে এবং সকাল আনুমানিক ০৬ টার সময়ে ০১টি মাছ পরিবহনের ট্রাক আসতে দেখলে সংকেত দিয়ে থামানো হয়। অতঃপর ট্রাকটি তল্লাশী করে গাড়ি ভর্তি মাছের খাদ্য ও সরিষার খৈলের বস্তা দেখে সন্দেহ হয়। পরে সব বস্তা নামিয়ে ট্রাকের ভিতরে অভিনব কায়দায় সরিষার খৈল ভর্তি বস্তার নীচে লুকানো অবস্থায় ভারতীয় জিরা জব্দ করতে সক্ষম হয়।
একইভাবে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ টহল দল সীমান্ত হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন ঢাকা সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে এবং বিকাল আনুমানিক ৩:৩০ ঘটিকার সময়ে ০১টি কাভার্ড ভ্যান আসতে দেখে এবং টহল দলের কাছাকাছি আসলে সংকেত দিয়ে থামানো হয়। অতঃপর কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস দেখতে পায়। উক্ত মালামাল এবং গাড়ীর বৈধ কোনো কাগজ পত্র না থাকায় টহল দল ভারতীয় কসমেটিক্সসহ গাড়ীটি জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত পণ্য ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান আছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.