আমিনুল ইসলাম রিপন:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় তরুণ রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি,ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস,নাগরিক পার্টি , ছাত্র শিবির ও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সমন্বয়ে এ কর্মসূচি পালন করা হয়।
আজ তাড়াইল উপজেলা সদরে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা “আমরা সবাই হাদি হবো”, “আজাদীর জন্য শহিদ হবো”, “হাদীদের শহিদ করে শেষ করা যাবে না, ইনশাআল্লাহ”—এমন নানা স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদী ছিলেন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তাঁকে হত্যার মাধ্যমে ন্যায় ও সত্যের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। বক্তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, শহিদদের আত্মত্যাগ জাতিকে অন্যায়ের বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ করবে। হাদীর আদর্শ ধারণ করে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.