এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
ভাষা সৈনিক প্রবীণ রাজনীতিবিদ ও শ্রমিকনেতা শামসুল ইসলাম হায়দার আজিজুল হক ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছেল ১০৫ বছর শুক্রবার ১৯ ডিসেম্বর ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় মৃত্যু হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন ছিলেন তিনি।
শনিবার (২০ ডিসেম্বর ) জোহরের নামাজের পড়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চন্ডিপাশা ইউনিয়নে ষাটকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি শ্রমিক রাজনীতিতে সক্রিয় ছিলেন; একসময়
১৯৫২ সালের ভাষা সৈনিক, কালিয়াচাপড়া সুগার মিলের প্রতিষ্টাতা শ্রমিক ইউনিয়নের বার বার নির্বাচিত সভাপতি, পুলেরঘাট আঞ্চলিক আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.