ডেস্ক রিপোর্ট
বিজয় দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হলো বালক ও বালিকাদের কাবাডি প্রতিযোগিতা। উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ম্যাচ শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমান।
তারু্ণ্যের উৎসব এর অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস ও সরকারি শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহ এর আয়োজনে সার্কিট হাউজ মাঠে বালিকাদের ৪টি এবং বালকদের ২টি দল অংশ নেয়। বালিকাদের ম্যাচে অংশ নেয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ জেলা প্রশাসন, পাটগুদাম উচ্চ বিদ্যালয় এবং ময়মনসিংহ কাবাডি একাডেমি। শেষ পর্যন্ত ফাইনালে অংশ নেয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ জেলা প্রশাসন। বালিকাদের ফাইনালে ৩৩-২০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এদিকে বালকদের ম্যাচে জেলা প্রশাসনকে ২৭-১৩ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো: মিজানুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর সচিব সুমনা আল মজীদ, সরকারি শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহ এর অধ্যক্ষ মো: মাহতাব উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আল-আমিনসহ ময়মনসিংহ কাবাডি একাডেমির কর্মকর্তারা।