স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকায় বুধবার সকালে বৃন্দা ডায়গনস্টিক সেন্টারের নিচতলায় প্রাথমিক শিক্ষক সমিতি (জাতীয়করণকৃত) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় | জেলা শাখার আহবায়ক মোঃ মতিউর রহমান জাহাঙ্গীর এ সভায় সভাপতিত্ব করেন | সভায় শিক্ষকদের টাইম স্কেল সংক্রান্ত মামলার রায় সম্পর্কে এক জরুরী আলোচনা হয় এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম চৌধুরী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় | অনুষ্ঠেয় এ সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম , সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম , কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ হাবিবুল হক , সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন , শিক্ষক নেতা মোঃ আব্দুর রব, হোসেনপুর উপজেলার মোঃ আলাউদ্দিন , করিমগঞ্জ উপজেলার মোঃ কামরুল ইসলাম প্রমূখ | সভা পরিচালনা করেন মোঃ শফিকুল ইসলাম সুরুজ |