নান্দাইল প্রতিনিধি :
ময়মনসিংহ নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার(১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নান্দাইলের একমাত্র বধ্যভূমি মুশুল্লী ইউনিয়নের কালীগঞ্জ রেলওয়ে ব্রিজ শুভখিলা নদীর পাড় এলাকার বধ্যভূমির স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলতানা, প্রাণীসম্পদ কর্মকর্তা ডক্টর আবু সাদাত মোহাম্মদ সায়েম, প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেসা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।