মোঃ আলম খান,নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণায় ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা Human Aid International–এর নেত্রকোণা জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) এ উপলক্ষ্যে শোভাযাত্রাটি জেলা শহরের ডিসি অফিসের সামনের সড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ,মানবাধিকার কর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি এডভোকেট রুকন উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শোয়াইব আলম শিশির। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক শহীদূর রহমান মিথুন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ পিয়েল খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সাংস্কৃতিক সম্পাদক শিউলী আক্তারসহ সংগঠনের বিভিন্ন স্তরের মানবাধিকার কর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আলোচনায় বক্তারা জনবান্ধব রাজনীতির দাবি জানিয়ে মানবাধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি দিবসটিকে কেন্দ্র করে জেলাজুড়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আয়োজন করা জানান।