মো. আজিজুল হক ফাহিম
বিশ্ব এইডস দিবস উপলক্ষে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১লা ডিসেম্বর ২০২৫ সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, এনজিও প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. দিদারুল ইসলাম এর সভাপতিত্বে ও ডা. মিনহাজুর রহমান এর সঞ্চালনায় সব বাধা দুর করি- এইডস মুক্ত সমাজ গড়ি প্রতিপাদ্যের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মেডিক্যাল অফিসার ডা. শামীমা সুলতানা।
বক্তব্য প্রধান করেন কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা একে এম নাদিরুজ্জামান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ ওবায়দুল হক, ওয়েপ এর নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান রিপন, বন্ধু স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধি সুব্রত চন্দ্র দে ও নুরা হেলথ এর প্রতিনিধি হাফছা আফরিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি মো. ফাইজুল হক গোলাপ, আরডিও এর নির্বাহী পরিচালক রুবিনা আক্তার, নির্ভর সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. আজিজুল হক ফাহিম, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, এইডস বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি কমাতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে কিশোর-কিশোরী, তরুণ জনগোষ্ঠী এবং ঝুঁকিপূর্ণ জনগণের মাঝে এইচআইভি বিষয়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, “এইচআইভি প্রতিরোধে নিয়মিত পরীক্ষা, নিরাপদ আচরণ এবং বৈষম্য দূর করার মানসিকতা গড়ে তুলতে হবে।”