স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে শিক্ষকের দায়ের কোপে বিচ্ছিন্ন হলো হাতের আঙ্গুল।
থানায় দায়ের কৃত অভিযোগে জানাযায়,
দীর্ঘদিন যাবত চলছে জমি সংক্রান্ত বিরোধ | এর জের ধরে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার উত্তর কান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুল আলমের দায়ের কোপে বিচ্ছিন্ন হলো চাচাতো ভাই মাসুম কবিরের হাতের আঙ্গুল | গত ২৪ নভেম্বর দুপুরে উপজেলার জয়কা ইউনিয়নের মাথুরাপাড়া গ্রামের এ নৃশংস ঘটনা ঘটে | ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন ওই শিক্ষক | জানা গেছে , তার ভাতিজা শিক্ষক আসাদুল আলম , আফজাল হোসেন (দিপু ), আতিকুর রহমান (অপু) ও মোঃ মাসুম পারভেজসহ আরো ২-৩ জন দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব থেকে তার বাড়ির সামনে উৎ পেতে থাকে | আব্দুল হেলিম বাড়ি থেকে বের হওয়া মাত্রই তারা তাকে আক্রমণ করে বেধড়ক পিটাতে শুরু করে | এ সময় ডাক চিৎকার শুনে পাশের ফিসারি থেকে তার ছেলে মাসুম কবির বাবাকে রক্ষা করার জন্য ছুটে আসেন | প্রতিপক্ষরা তার ওপর ও হামলা চালায় এক পর্যায়ে সহকারী শিক্ষক আসাদুল আলম তার হাতে থাকা ধারালো রাম দা দিয়ে তার মাথায় আঘাত করলে সে হাত দিয়ে ফেরানোর চেষ্টা করে | এ সময় দায়ের কোপে তার ডান হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায় | এতে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন | পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে ডাক্তার তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন | জাতীয় বার্ণ প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকায় ভর্তি করা হয় তাকে | বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন | আহত মাসুম কবিরের স্ত্রী আখি আক্তার জানান , আমার শ্বশুর বাড়ির সামনে যাওয়া মাত্রই ওই শিক্ষক আসাদুল তার ভাইদের নিয়ে আক্রমণ করে পরে আমার স্বামী পার্শ্ববর্তী ফিশারি থেকে ছুটে এসে তার বাবাকে রক্ষা করতে গেলে সহকারী শিক্ষক আসাদুল তার হাতে থাকা রামদা দিয়ে তার মাথায় আঘাত করলে হাত দিয়ে আত্মরক্ষা করতে চাইলে এতে তার ডান হাতের একটা আঙ্গুল দায়ের কোপে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায় | অভিযোগ কারী আব্দুল হেলিম বলেন , প্রতিপক্ষ অত্যন্ত হিংস্র প্রকৃতির লোক তাদের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরুধ চলছে তারা আমাকে এবং আমার ছেলেকে আঘাত করেছে এবং বাড়িতেও হামলা চালিয়েছে | এলাকাবাসী মোঃ সিদ্দিক মিয়া জানান , একজন শিক্ষক দা দিয়ে এভাবে আক্রমণ করবে এটা আমাদের কোনদিনই কাম্য নয় | করিমগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ( ওসি ) শাহেদ আল মামুন জানান , এব্যাপারে মামলা হয়েছে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে |