মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা মদন উপজেলার পৌর শহরের গ্রাম এলাকাতে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ন্যে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের ধ্বংস হচ্ছে এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী ও যুব সমাজ সন্তানদের নিয়ে চরম উদ্বেগে রয়েছেন অভিভাবকরা। ইদানিং উপজেলাতে যুব সমাজের বিরাট একটা অংশ এখন মাদকাসক্তে জড়িয়ে পড়েছে। শুধু মাদকের টাকার যোগাড় করতে নেশায় আসক্তরা এখন জড়িয়ে পড়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডে। শহরে গ্রাম-গঞ্জে প্রায়ই ঘটছে দিন দুপুরে চুরির ঘটনা। দিন দিন এ অবস্থা যেন বেড়েই চলেছে। স্কুল-কলেজগ্রামী শিক্ষার্থীরা ছাড়াও সমাজের উঠতি বয়সের অনেকে নেশার টাকা যোগাড় করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
এতে করে অভিভাবকদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা কাজ করছে। অনেক অভিভাবক নেশায় আসক্ত সন্তানদের সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন বলে গেলেও জানা গেছে সন্ধ্যা নামলেই মাদকের আড্ডা বসে পৌর শহরের ও উপজেলার গ্রাম এলাকার বিভিন্ন স্থানে ও মোড়ে মোড়ে, যেমন পৌরসভার ৮ নং ওয়ার্ড দেওয়ান বাজারের গরুর হাট,কাঠ মল, মাছ মল, এবং জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসার সংলগ্নে বাগানবাড়ি, আবার পৌরসভার ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীরপুর বৈশ্যপাড়া হেলি মাঠ, শ্যামলী রোড, নতুন বাস স্ট্যান্ড, মদন বাজার, সওদাগর পাড়া ওরফে গাইন বাড়ি, ইমদাদপুর রোড, সৈয়দ আহমদ বসরী ওরফে বুড়াপীর রহঃ মাজার, এবং উপজেলার বিভিন্ন এলাকায় রাতের বেলায় নেশাখোরদের আনাগোনা বেড়ে যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদকদ্রব্য বিক্রির স্পটগুলোতে মাঝে মধ্যে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদেরকে আটক করলেও
কেবল সাক্ষীর অভাবে আইনের ফাঁকফোকরে বেরিয়ে যায়। এরপর আবারও মাদকের ব্যবসায় জড়িয়ে পড়ে। সকলেই মিলেমিশে একটি মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত দেশ গড়ি,আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করি।