কিশোরগঞ্জ ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা কে হাওরবাসির বিশাল গণ সংবর্ধনা : স্টাফ রিপোর্টার : মার্কা কিংবা দল নয় , যোগ্যতায় পরিচয় এ স্লোগানকে সামনে রেখে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৪ ( ইটনা - মিঠামইন ও অষ্টগ্রাম ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট্য সমাজসেবক , গবেষক ও উদ্যোক্তা কাজী রেহা কবির সিগমা কে ফুল দিয়ে গণ সংবর্ধনা দিয়েছে হাওড়া বাসি | আজ বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকায় ঢাকা থেকে ফেরার পথে তাকে এ সংবর্ধনা দেওয়া হয় | প্রথমে বাজিতপুর পাটুলি ঘাটে পৌঁছার সময় কিশোরগঞ্জের ইটনা , মিঠামইন ওঅষ্টগ্রাম এলাকার বিপুল সংখ্যক উৎসুক জনতা কাজী রেহা কবীর সিগমাকে ফুলের মালা দিয়ে বরণ করেন | এ সময় সারা এলাকায় স্লোগান স্লোগানে মুখরিত হয়ে পড়ে | প্রাণের নেত্রীকে কাছে পেয়ে হাজার হাজার নারী পুরুষ উল্লাসে ফেটে পড়ে | সংবর্ধনা শেষে তিনি হাওরের ভাতশালা ও জিরো পয়েন্টের নানা স্থানের এলাকার জনগণের আয়োজনে পথসভায় বক্তব্য রাখেন তিনি এবং সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেন | পরে তিনি অষ্টগ্রামের ঐতিহাসিক শাহ কুতুব ( রহ : ) মসজিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন | দিন ব্যাপী এ কর্মসূচীর সময় তার কর্মী ও সমর্থকরা সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ব্যাপক গণসংযোগ চালানো হয় | উল্লেখ্য , কিশোরগঞ্জ ( ৪ )১৬৪ ইটনা, মিঠামইনএবং অস্টগ্রাম এ তিন উপজেলা নিয়ে গঠিত আসনটি | এ আসনটিতে মোট ইউনিয়ন ২৪টি এবং ভোটকেন্দ্র হচ্ছে ১৫০ টি এখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে নারী-পুরুষ সবমিলিয়ে এখন পর্যন্ত ৪ লক্ষ ৩৭ হাজার ৬৪জন |
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.