নান্দাইল প্রতিনিধি :-
নান্দাইল উপজেলা মুসুল্লি ইউনিয়ন মেরেঙ্গা নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকায় নেই কোনো যাত্রী ছাউনি। এতে প্রতিদিন শত-শত লোকজন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা দুর্ভোগের সম্মুখীন হতে হয়। যাত্রী ছাউনি নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এখান থেকে প্রতিদিন দিনে রাতে অনেক যাত্রী দূর দূরান্তে তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য এই বাজারে খোলা আকাশের নীচে গাড়ির জন্য অপেক্ষা করতে হয়।
প্রতিদিন দেখা যায় অসংখ্য যাত্রীরা গাড়ির জন্য খোলা আকাশের নীচে দাঁড়িয়ে রয়েছে। রোদ কিংবা বৃষ্টি হলে যানবাহনের জন্য অপেক্ষাকৃত যাত্রীরা মহাসড়কের পাশেই ব্যক্তি মালিকাধীন দোকানের সামনে দাঁড়িয়ে থাকেন। এ সময় অনেক দোকানিরা বিরক্ত বোধ করেন। বৃষ্টি শুরু হলে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। অনেক সময় যাত্রীরা বৃষ্টির পানিতে ভিজে গাড়িতে উঠতে দেখা গেছে।
গাড়ির যাত্রীরা ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা জানান, যাত্রী ছাউনি না থাকায় প্রতিদিন মানুষের ভোগান্তি পোহাতে হয়। বৃষ্টি হলে ভোগান্তির শেষ নেই।
স্থানীয় ইউপি সদস্য জনাব রমজান উদ্দিন ভূইয়া ও এলাকার সমাজ সেবক আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব রবিউল ইসলাম রবিন জানান, যাত্রীরা ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বৃষ্টির মৌসুমে অনেক কষ্টের শিকার হন, প্রতিনিয়ত যাত্রীরা দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। এখানে একটি যাত্রী ছাউনি খুবই জনগুরুত্বপূর্ণ আবশ্যক।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে দাবি জনান।
এডভোকেট মতিউর রহমান জনান, কোন নির্দিষ্ট যাত্রী ছাউনি না থাকায় পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্ট সহ্য করে খোলা আকাশের নীচে দাড়িয়ে থেকে গাড়িতে উঠতে হয়।
নান্দাইল উপজেলা UNO মহোদয়ের কাছে দাবী জানিয়েছেন উপজেলা কর্তৃক একটি যাত্রী ছাউনি নির্মাণের।
মুসুল্লি ইউনিয়ন মেরেঙ্গা নতুন বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রী ছাউনি নির্মাণ প্রয়োজন এমনটাই মনে করেন ভুক্তভোগী যাত্রীরা।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.