নিজস্ব প্রতিবেদক
সারাদেশে সাংবাদিক হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি, সাংবাদিক নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণমাধ্যমকর্মীদের ওপর ক্রমবর্ধমান হত্যার হুমকির প্রতিবাদ জানিয়ে শক্ত অবস্থান নিয়েছে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন।
সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ বলেছেন, সাংবাদিকতার ওপর আঘাত মানেই গণতন্ত্রের ওপর আঘাত। এ পরিস্থিতিতে সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করা এখন আর শুধু একটি দাবি নয়, বরং রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বে পরিণত হয়েছে।
বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, নির্যাতন, ভয়ভীতি এবং হত্যাচেষ্টার শিকার হয়েছেন। অনেক সাংবাদিক নির্যাতিত হলেও মামলা হয় না, অনেক মামলা হলেও সেগুলোর বিচার বছরের পর বছর ঝুলে থাকে। আমরা চাই সাংবাদিক হত্যা বা নির্যাতনের প্রতিটি মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করা হোক।
তিনি আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা এবং হত্যার হুমকি একটি ভয়াবহ বার্তা দেয়, যা মুক্ত সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। এসব ঘটনার নেপথ্যে যারা আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা আর কোনো সাংবাদিককে নির্যাতনের শিকার হতে দেখতে চাই না। রাষ্ট্রকে অবশ্যই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
গোলাম কিবরিয়া পলাশ অভিযোগ করে বলেন, অনেক সাংবাদিক মাঠে গিয়ে নির্ভয়ে কাজ করতে পারছেন না। কোনো ঘটনা রিপোর্ট করতে গেলেই হুমকি আসে, মামলা দেওয়া হয় বা পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হয়। এ অবস্থা চলতে পারে না। সাংবাদিকদের রক্ষা করা না গেলে সঠিক সংবাদ উৎপাদনও রক্ষা করা যাবে না।
তিনি মিথ্যা মামলা প্রত্যাহারসহ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃঢ় দাবিও জানান।
আমরা চাই না কোনো কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যাক। আমরা চাই সত্য, ন্যায় ও মানুষের অধিকারের পক্ষে সাংবাদিকতা অব্যাহত রাখতে। সে জন্য রাষ্ট্রীয় পর্যায়ে সুনির্দিষ্ট নীতিমালা ও নিরাপত্তা কাঠামো জরুরি, বলেন তিনি।
তিনি আরও বলেন, সাংবাদিকতা দেশের চতুর্থ স্তম্ভ, আর এই স্তম্ভকে দুর্বল করতে দেওয়া যাবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের ওপর আঘাত হলে দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হবে, কারণ সংবাদপত্র ও গণমাধ্যম জনগণের কণ্ঠস্বর বহন করে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.