আবু হানিফ, পাকুন্দিয়া:
নরসিংদিতে ভূমিকম্পের ঘটনায় দেয়াল ধসে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের এই উত্তরপাড়া গ্রামের দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তার ১০ বছরের শিশু পুত্র ওমর মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১ দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
একই ঘটনায় দেলোয়ার হোসেন উজ্জ্বলের দুই কন্যা গুরুতর আহত হয়ে বর্তমানে নরসিংদি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, চাকরির কারণে দেলোয়ার হোসেন উজ্জ্বল স্ত্রী-সন্তানসহ নরসিংদীর একটি ভাড়া বাসায় থাকতেন। ভূমিকম্পের সময় বাসার পাশের দেয়াল ধসে তারা চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করেন।
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত বাবা-ছেলের মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীদের মাঝে চলছে গভীর শোক ও আহাজারি।
মরহুমদের জন্য এলাকার সর্বস্তরের মানুষ দোয়া কামনা করেছেন এবং আল্লাহ তায়ালার কাছে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.