মহিবুর তালুকদার শিবলু:-
আজ শুক্রবার সকাল ১০টায় ভূমিকম্প হয়েছে। হঠাৎ কম্পনে ঘরবাড়ি দুলে উঠলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সকলের মাঝে। কয়েক সেকেন্ডের কম্পন হলেও মানুষজন ভীষণ হতাশা ও ভয়ের মধ্যে পড়ে দ্রুত বাসা থেকে বের হয়ে পড়েন।
স্থানীয়রা জানান, “আমরা যারযার কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ দেখি বাসাবাড়ি টলমল করছে। প্রথমে মনে হয়েছিল মাথা ঘুরছে, পরে বুঝলাম ভূমিকম্প।” তাৎক্ষণিক শিশু ও বৃদ্ধদের নিয়ে দ্রুত খোলা জায়গায় ছুটে যান। বাজার, দোকানপাট ও বাড়ির আঙিনাগুলোতে কম্পন থেমে যাওয়ার পরও দীর্ঘ সময় মানুষজন উদ্বিগ্নতায় দাঁড়িয়ে থাকে।
বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছোট-বড় ভূমিকম্পের ঘটনা বাড়ায় ডামুড্যার মানুষ আরও বেশি চিন্তিত হয়ে পড়ে। তাদের কথায়—“প্রতিবারই মনে হয়, যদি বড় কিছু ঘটে যায়? এই অনিশ্চয়তাই সবচেয়ে ভয়ানক।”
এ ঘটনায় ঢাকায় ৩জন মৃত্যু ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
হঠাৎ দিনের বেলায় এ ধরনের কম্পন ডামুড্যার সাধারণ মানুষের মনে নতুন করে দুশ্চিন্তা ও হতাশার জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.