নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জে সম্পওির জন্য তিন মাসের শিশু সন্তানকে পানিতে পেলে হত্যার হুমকির অভিযোগ উঠেছে তারই চাচা সিরাজের বিরুদ্ধে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের উত্তর পারাভাঙ্গা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এমনই অভিযোগ করেন শিশুটির মা রুকসানা ও তার স্বামী তাহেরের পরিবার।
সংবাদ সম্মেলনে রুকসানা অভিযোগ করে বলেন, সম্পত্তি আত্মসাৎ করার জন্য দেবর সিরাজ ও তার ৮ স্ত্রীর সন্তানের নিয়ে জোরপূর্বক জমি দখল গাছ-পালা কর্তনসহ বাড়িতে হামলা ও পুকুর থেকে মাছ চুরি করে বিক্রি করে দেয়। মাছ চুরির ঘটনায় আমার স্বামী তাহের বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।
রোকসানার অভিযোগ, গত ১৫ নভেম্বর বাড়ির বিভিন্ন ফলের গাছ কেটে ফেলে সিরাজ ও তার সন্তানেরা। এর প্রতিবাদ করতে গেলে সিরাজ, তাঁর ছেলে আলফাজ, পলাশ, ফরহাদ, হানিফ, সৌরভ, মেয়ে মমতা ও জহুরা আমাকে এবং আমার স্বামীর পরিবারের অন্য সদস্যদের হত্যা করতে চায়। পরে আমার তিন মাসের শিশু সন্তান জান্নাতকে জোর করে নিয়ে গিয়ে পানিতে ফেলে হত্যার চেষ্টা করে। এমতাবস্থায় বাড়িতে থাকা আমাদের জীবনের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তাই জীবনের নিরাপত্তার জন্য ননদের বাড়িতে আশ্রয় নিয়েছি।
ভুক্তভোগী তাহের বলেন, আমার কোনো সন্তানাদি না থাকায় আমি দ্বিতীয় বিয়ে করি। দ্বিতীয় স্ত্রী রোকসানা ও আমার দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান জান্নাতের বয়স তিন মাস। আমার স্ত্রী রোকসানার গর্ভে সন্তান আসার পর থেকেই আমার ভাই ও ভাতিজারা মিলে আমার শিশু সন্তান সহ হত্যার চেষ্টা সহ আমার সম্পত্তি আত্মসাৎ ও বেদখলের পাঁয়তারা করিতেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিযুক্ত সিরাজ মিয়ার কন্যা বিলকিস আক্তার, তিনি বলেন আমার বাবা ৭/৮টি বিবাহ করেছে, আমার বাবা ও ভাইয়েরা আমার তিন মাসের চাচার মেয়েকে সহ চাচাকে হত্যা ও জমি দখলের চেষ্টা করছে। ইতিমধ্যে ফিসারি মাছ লুটপাট করেছে।
অভিযুক্ত সিরাজের মা জানান আমার ছেলে ও নাতিরা আমাকে সহ আমার ছেলে তাহের ও তার স্ত্রী ও সন্তানকে হত্যা করার ষড়যন্ত্র করছে। তাই আমরা প্রাণ বাঁচাতে শহরে মেয়ের বাসায় আশ্রয় নিয়েছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অভিযুক্ত সিরাজের বোন হামিদা ও আছিয়া। তারাও বলেন, আমার ভাই তাহের ও তার স্ত্রী ও সন্তানকে অপর ভাই সিরাজ ও মাকেও মারতে আসে, গত কয়েকদিন আগে পুকুর থেকে মাছ চুরি করেছে।
অভিযোগের বিষয়ে জানতে পলাশের সাথে কথা হলে তিনি বলেন, দাদার জমি নিয়ে চাচার সাথে পারিবারিক বিরোধ রয়েছে। কিশোরগঞ্জ থেকে ডিবি এসে তদন্ত করে গেছে আপনারাও আসুন সরজমিনে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.