এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা। আজ১৫ নভেম্বর শনিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত ছাত্র ছাত্রী ২টি পরীক্ষাকেন্দ্রে একযোগে এ পরীক্ষা অংশ গ্রহণ করছেন । পাকুন্দিয়া উপজেলা কিন্ডারগার্টেনে পরীক্ষায়থীর সংখ্যা ১২৪৫ টি মোট স্কুলে সংখ্যা ২৮ টি
এ বছর উপজেলায় আগের বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সকালে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে কেন্দ্রগুলো ছিল উৎসবমুখর।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা পরীক্ষার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে জানান।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পাকুন্দিয়া উপজেলার আহ্বায়ক এটিএম খলিলুল্লাহ শাকিল জানান
“শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরি করতেই আমরা প্রতিবছর বৃত্তি পরীক্ষা আয়োজন করি। এই বছরের পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল বেশ উৎসাহব্যঞ্জক। সবার প্রচেষ্টায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পরিক্ষা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আব্দুল জব্বার সুমন বলেন,
“এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে বড় পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি তৈরি হয়। অভিভাবকদের সহযোগিতা এবং কেন্দ্রের সুষ্ঠু ব্যবস্থাপনায় পরীক্ষা অনায়াসে সম্পন্ন হয়েছে।”
পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর অভিভাবক বলেন,
“এ ধরনের বৃত্তি পরীক্ষা শিশুদের মনোযোগী হতে সহায়তা করে। আমরা চাই এমন উদ্যোগ আরও বৃদ্ধি পাক।”
পরীক্ষা শেষে কেন্দ্র কর্তৃপক্ষ জানান, নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.