মোহাম্মদ মাসুদ
চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় ব্যাপক আলোচিত গুঞ্জন চাঞ্চল্যকর ঘটনায় মোবাইল মেকানিক খুনে গ্রেপ্তার আরও ৩ জন র্যাব-৭ এর অভিযানে। “পাওনা টাকার জেরেই আকাশকে খুন করা হয। পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ছুরি আঘাতে নির্মম লোমহর্ষক কায়দায় হত্যা করা হয়েছে।
১৫ নভেম্বর( শনিবার) র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডের পরপর সানি চন্দনাইশ উপজেলার রওশন হাটে তার মামার বাড়িতে আত্মগোপনে চলে গিয়েছিল। সেখান থেকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, মোবাইল মেকানিককে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তারের পর র্যাব জানিয়েছে, ‘ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ওই যুবককে খুন করা হয়েছে’।
চন্দনাইশ ও নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন- প্রধান অভিযুক্ত মো. সানি (২৪), তার ভাই মো. ইউসুফ (৩৫) ও শাকিল আলম ফয়সাল (২৬)।
তার ভাই ইউসুফকে নগরীর চৈতন্যগলি ও শাকিলকে রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।
র্যাব কর্মকর্তা তাওহিদুল বলেন, হত্যাকাণ্ডের পর ছুরিটি ফেলে দেওয়া হয়েছিল। সেটি রেয়াজউদ্দিন বাজার উকিল বাড়ি জামে মসজিদ সংলগ্ন একটি নালা থেকে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য : নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে আকাশ ঘোষ (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়। নিহত আকাশ ছিলেন মোবাইল মেকানিক। আকাশ এনায়েত বাজার গোয়ালপাড়া পুকুর পাড় এলাকার বাসিন্দা ভুলু ঘোষের ছেলে।
ছুরিকাঘাতে যুবক খুন সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা তাওহিদুল বলেন, পেশায় মোবাইল মেকানিক আকাশের কাছ থেকে কিছু দিন আগে সানি এক হাজার ৫০০ টাকায় একটি মোবাইল মেরামত করিয়েছিলেন। এর জন্য ৩০০ টাকা পরিশোধ করলেও বাকী টাকা পরিশোধ করেননি। এ টাকার জন্য আকাশ বিভিন্ন সময়ে সানিকে চাপ দিয়ে আসছিলেন।
তিনি বলেন, “ঘটনার দিন রাতে টাকা দেওয়াএ কথা বলে আকাশকে ডেকে নিয়েছিল সানি। এসময় পূর্ব পরিকল্পিতভাবে সহযোগীদের নিয়ে আকাশকে ছুরিকাঘাত করে খুন করা হয়।”
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম বলেন, আকাশ হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের পরপর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.