মোঃ আলম খান,নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণা শহরে টিম রনির উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে”শহরটা যদি রাখি পরিস্কার, হাসবে প্রকৃতি,বাঁচবে পরিবার”এই শ্লোগানে জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে টিম রনির অর্ধ শতাধিক তরুণ এই কার্যক্রম করে।
টিম রনি সদস্যরা নেত্রকোণা পৌরশহরের তেরীবাজার থেকে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে। পরে ছোট বাজার,চকবাজার, আরামবাগ,শহীদ মিনার মোড়,মোক্তারপাড়ার মাদ্রাসা কোয়ার্টরসহ শহরের শুরুত্বপূর্ণ সড়কের দুপাশে ময়লা অপসারণ এবং যত্রতত্র যেখানে সেখানে ময়লা না ফেলার জন্য স্থানীয়দের সচেতনা কাজ পরিচালনা করেন । এ সময় টোম রনির তরুণতের সাথে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
এর আগে গত এক মাসে শহরের ধলাই নদীর কচুরিপানা পরিস্কার,পারলা বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় পরিস্কার,পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে।
টিম রনির প্রধান আব্দুল্লাহ আল মামুন খান রনি জানিয়েছেন,পরিচ্ছন্ন শহর গড়তে,প্রাৃতি,পরিবেশ বাঁচিয়ে শহরবাসি ও নতুন প্রজন্মের সুন্দর জীবন গড়তে এই পরিস্কার পরিচ্ছন্ন অভিযান চালানো হচ্ছে। মানুষকে সচেতন করা হচ্ছে। সামনের দিনেও এই কাজ অব্যাহত থাকবে।