রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের গোল্লাজয়পুর গ্রামে ১৯৭৯ সালের ৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় ইউনুছ খাদিজিয়া দাখিল বালিকা মাদ্রাসা। কাগজে-কলমে ১ একর ৪ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি দেন প্রতিষ্ঠাতা এ.কে.এম আবুল হোসাইনের (৭৫) বাবা-মা প্রয়াত ইউনুছ আলী ও খাদিজা খাতুন। স্বামী-স্ত্রীর নামের আদ্যক্ষর মিলিয়েই মাদ্রাসার নামকরণ করা হয় ‘ইউনুছ খাদিজিয়া দাখিল বালিকা মাদ্রাসা’।
তবে অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই মাদ্রাসার নামে থাকা ৩০ শতাংশ জমি দখল করে রেখেছেন পার্শ্ববর্তী হরিয়াখালী গ্রামের মৃত ছাবেদ আলীর দুই ছেলে আব্দুল মতিন (৫০) ও আব্দুল মজিদ (৪৫)।
বর্তমানে মাদ্রাসাটিতে প্রথম শ্রেণি থেকে দাখিল (দশম শ্রেণি) পর্যন্ত প্রায় ২৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। রয়েছে ১১ জন শিক্ষকসহ ১৬ জন কর্মচারী। প্রতিবছরই এ প্রতিষ্ঠান থেকে দাখিল পাস করে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করছে।
মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিষ্ঠানটির যাতায়াতের রাস্তা ও অবকাঠামোগত উন্নয়ন জরুরি হলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না। দখলে থাকা ৩০ শতাংশ জমি কাজে লাগাতে না পারায় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান তারা।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ইউনুছ খাদিজিয়া দাখিল বালিকা মাদ্রাসার সরকারি ৩০ শতাংশ জমি বহু বছর ধরে মতিন ও মজিদ গং দখল করে রেখেছে। অথচ আমাদের কাছে ওয়াকফ করা বৈধ দলিলসহ সব কাগজপত্র রয়েছে। জমি ও জমির ফসল কোনোটাই মাদ্রাসার কাজে লাগছে না। স্বেচ্ছায় জমি না ছাড়লে আমরা আইনগত ব্যবস্থা নেব।
অন্যদিকে অভিযুক্ত আব্দুল মতিন দাবি করেন, ৩০ শতাংশ জায়গা আমাদের পৈত্রিক সূত্রে কেনা। দলিলসহ সব কাগজ আমাদের কাছেই আছে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি এ.কে.এম আবুল হোসাইন বলেন, জাল দলিল তৈরি করে প্রতারণার মাধ্যমে তারা মাদ্রাসার জমি দখল করেছে। আমাদের কাছে মাঠপর্চা, দলিলসহ সব অরিজিনাল কাগজপত্র আছে। কোনো বিশৃঙ্খলা নয়, আমরা আইনের মাধ্যমেই জমি ফেরত চাই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের জমি জোর করে দখল করে রাখার অধিকার কারও নেই। মাদ্রাসার জমি মাদ্রাসারই হওয়া উচিত। কর্তৃপক্ষ চাইলে আদালতে মামলা বা প্রশাসনিকভাবে জমি উদ্ধারের উদ্যোগ নিতে পারে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.