তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও উদাসীনতার বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।অনেকেই অভিযোগ করেছেন—দীর্ঘদিন ধরে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা, বৈদ্যুতিক লাইনের ত্রুটি ও পুরনো সরঞ্জাম রক্ষণাবেক্ষণে চরম অবহেলা চলছে, যার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।গত সোমবার (৩রা নভেম্বর) সকাল ১১টার দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারের পাশে সংরক্ষিত একটি কক্ষে আগুন লাগে।প্রাথমিক তদন্তে জানা গেছে,একটি পুরনো এনালগ বাল্বের অতিরিক্ত তাপে নিচে রাখা কাটুনে আগুন ধরে যায়। এতে মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ভরে যায় পুরো ভবন।
তখন হাসপাতালে সিজারিয়ান অপারেশন চলছিল—সৌভাগ্যবশত মা ও নবজাতক অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
স্থানীয়দের অভিযোগ-ডা.দেবাশীষ রাজবংশী যোগদানের পর থেকে হাসপাতালে শৃঙ্খলা নেই বললেই চলে।অনেক সময় ডাক্তাররা সময়মতো উপস্থিত থাকেন না,ল্যাব ও ওষুধ সেবা ঠিকমতো পাওয়া যায় না।বিদ্যুৎ সংযোগের ত্রুটি,আর এখন তো আগুনও লেগে গেল।
স্থানীয় কয়েকজন সেবা প্রত্যাশী জানান, হাসপাতালের বৈদ্যুতিক তারগুলো বহুদিন ধরে ঝুলে ছিল,অথচ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দেয়নি।কেউ কেউ আরও বলেন,জরুরি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় অগ্নিকাণ্ডের সময় রোগী ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরিষাবাড়ী পৌরসভার এক বাসিন্দা বলেন, হাসপাতালের ভেতরে আগুন লাগার পর সবাই প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল।বিদ্যুৎ লাইন পুরনো ও অব্যবস্থাপনায় ভরা—এটা বহুবার অভিযোগ করেও কেউ দেখেনি।
অন্যদিকে স্থানীয় এক সমাজকর্মী বলেন,যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হতো, তাহলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির দায় এড়ানো যায় না।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নী কান্ডের কারন ও ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য সোমবার (৩ রা নভেম্বর) ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন। উক্ত কমিটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কে আহ্বায়ক করে, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র ষ্ট্রেশন অফিসার কে সদস্য সচিব এবং সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ,নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ সরিষাবাড়ী, সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস এর এজিএম এ্যান্ডকম সৌরভ কুমার রায় কে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত তদন্ত কমিটি কে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন জানান,অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও অব্যবস্থাপনা খতিয়ে দেখতে তদন্ত চলছে।দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন,
আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছি।তদন্ত প্রতিবেদন হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়রা দ্রুত অব্যবস্থাপনা দূর করে হাসপাতালের নিরাপত্তা ও সেবা পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.