তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের কৃতি সন্তান রাব্বি আকন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
রাব্বি আকন্দ ভাটারা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জোৎস্না আকন্দের পুত্র।ছাত্ররাজনীতির অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিষ্ঠা,সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।তাঁর নেতৃত্বগুণ, সংগঠনের প্রতি দায়বদ্ধতা ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়েছে।
রাব্বি আকন্দের এই নির্বাচনে নিজ এলাকা সরিষাবাড়ীতে দেখা দিয়েছে আনন্দ ও গর্বের জোয়ার।পরিবার, বন্ধু-বান্ধব, রাজনৈতিক সহকর্মী এবং এলাকাবাসী তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।স্থানীয় তরুণ সমাজ তাঁর এই সাফল্যকে এলাকার গর্ব হিসেবে দেখছেন এবং ভবিষ্যতে আরও উচ্চ শিখরে পৌঁছানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি আকন্দ বলেন,ছাত্রদলের এই পদ শুধু সম্মানের নয়,এটি একটি দায়িত্বও।আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও সংগঠনের আদর্শ ধরে রেখে কাজ করে যেতে চাই।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সবসময়ই জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।সেই ধারাবাহিকতায় রাব্বি আকন্দের মতো তরুণ নেতৃত্বের উদ্ভব সংগঠনে নতুন উদ্যম ও প্রেরণা যোগাবে বলে আশা করছেন ছাত্রদলের নেতাকর্মীরা।