সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় রাজারহাটে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন। শুভ সূচণার মাধ্যমে পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার সঙ্গে ছিলেন সমবায় অফিসার ও সাহিত্যিক অরুণ যদু। উপজেলা সমবায় অফিসার জনাব দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ” সাম্য সমতায় – দেম গড়বে সমবায় ” শ্লোগানকে সমুন্নত রেখে সভায় জোড়ালো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আল ইমরান মহোদয়, উপজেলা সমবায় অফিসার জনাব দেলোয়ার হোসেন, বিশিষ্ট সাংবাদিক – সাহিত্যিক সরকার অরুণ যদু ও রাজারহাট সমবায় বাজার সমিতি’র সভাপতি রবীন্দ্রনাথ রায় প্রমূখ। সভার প্রারম্ভে এক বর্নাঢ্য রেলী বের করা হয়। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার সমবায়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরন করেন।