ফারজানা আক্তার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সমবায় শক্তি, সমবায় মুক্তি। “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এ স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় আজ ১ নভেম্বর কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫ পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা মো:শহিদুল ইসলাম তার সভাপতির বক্তব্যে বলেন,সমবায় জ্ঞানের মাধ্যমে একজন সাধারন ব্যক্তির মধ্যে ঐক্য, সহানুভূতি, সমজোতাবোধ ও এক সাথে অর্থনৈতিক উন্নতি করার মানসিকতা তৈরি করে।সমবায়ের মাধ্যমে মানুষের আর্থ সামাজিক উন্নতির প্রক্রিয়া ব্যক্ত করে তিনি সকলকে সমবায়ের মাধ্যমে সমাজ বদ্ধ জীবন ধারনে পারস্পারিক সহযোগিতা গড়ে তুলার আহবান জানান।
উপজেলা প্রশাসন,উপজেলা সমবায় বিভাগ ও সমবায়িদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক খোকন চন্দ্র সরকার।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আমাদের সঞ্চয় ঋনদান সমবায় সমিতির সভাপতি মো:মুছা, বস্ত্র উৎপাদন মুখী সমবায় সমিতির সভাপতি ফারজানা আক্তার সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য বৃন্দগণ ও সুশীল সমাজের লোক প্রমুখ ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপার মোহাম্মদ মুশফিকুর রহমান।
অনুষ্ঠান শেষে উপজেলা সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে বস্ত্র উৎপাদন মুখী সমবায় সমিতি সহ ১ম দশটি সমিতিকে পুরষ্কার প্রদান করা হয়।