1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
লিবিয়া থেকে ৩০৯ জনকে বাংলাদেশে প্রেরন সড়কে যাত্রা করলেন জীবনে ঝুঁকি মাথায় নিয়ে, কিন্তু মামলার পরিবর্তে পেলেন নিরাপদ চাদর চট্টগ্রামে ইপসা’র সেক্টর নির্দিষ্ট আগাম সতর্কবার্তা উন্নয়নে কর্মশালা নেত্রকোণায় কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশে র‍্যাবের অভিযান মুঠোফোনে সাংবাদিককে পুলিশ পরিচয়ে প্রাণ নাশের হুমকি ভালুকায় চার মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎অষ্টগ্রামে স্কুলছাত্রীর আত্মহত্যা ময়মনসিংহ-৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন লক্ষীপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চট্টগ্রামে ইপসা’র সেক্টর নির্দিষ্ট আগাম সতর্কবার্তা উন্নয়নে কর্মশালা

  • প্রকাশ কাল বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১২ বার পড়েছে


মোহাম্মদ মাসুদ ( প্রতিবেদক)

চট্টগ্রামে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা ‘র উদ্যোগে সেভ দ্য চিলড্রেন সার্বিক সহায়তায় সহযোগিতায় ,রাইমস ‘র কারিগরি সহায়তায় জিএফএফও ‘র আর্থিক সহায়তায় বাস্তবায়িত “এ্যান্টিসিপেটরি এ্যাকশন” প্রকল্পের মাধ্যমে “ভূমিধ্বসের জন্য সেক্টর-নির্দিষ্ট পূর্ব সতর্কীকরণ বার্তা উন্নয়ন ” বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

২২ অক্টোবর, (বুধবার) নগরীর ওয়েল পার্ক হোটেলের কনফারেন্স কক্ষে সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে বিকাল ৩ঃ০০ টায় শেষ হয়।

কর্মশালায় বাংলাদেশের উত্তর ও উপকূলীয় অঞ্চলে সম্প্রদায় এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলির প্রস্তুতির জন্য শিশু কেন্দ্রিক পূর্বাভাসমূলক আগাম পদক্ষেপ ও সতর্কবার্তা উন্নয়ণে একাধিক সেশন ও দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। কর্মশালা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, কর্মশালায় অংশ নেন ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন মজুমদার, সাবেক সভাপতি – ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট বাংলাদেশ।, অধ্যাপক মাহবুব মোর্শেদ, সভাপতি- ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ড. ইকবাল সরোয়ার, অধ্যাপক- ভূগোল ও পরিবেশ বিদ্যা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আব্দুর রহমান খাঁন, উপ পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, চট্টগ্রাম, রোমানা আক্তার- সহকারী পরিচালক, পরিবেশ অধিদফতর, রগু নাথ রাহা- অতিরিক্ত উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম, জসিম উদ্দিন- সহকারী পরিচালক সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম, সালমা বেগম, জেলা মৎস অফিসার, চট্টগ্রাম, মো. গোলাম মোর্শেদ- বিভাগীয় কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম, এস এম এহসান, অধ্যক্ষ – হোসেন আহম্মদ সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ, মুশফিকুর রহমান- প্রধান শিক্ষক- মোহাম্মদ নগর এইচ কে উচ্চ বিদ্যালয়, কাজী সোহানা সুলতানা, প্রধান শিক্ষক, ফিরোজশাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মো. ইউসুফ, প্রধান সম্পাদক- সাপ্তাহিক চাঁটগার বাণী, প্রণব বল, সিনিয়র সাংবাদিক, সাজিয়া আফরিন, সহকারী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ইমরান হাসান,,উপ বিভাগীয় প্রকৌশলী, পানি সম্পদ অধিদপ্তর, বেলা ‘র সমন্বয়ক মনিরা পারভীন, সাংবাদিক মোহাম্মদ মাসুদ
সহ বিভিন্ন সেচ্ছাসেবী ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সমাপনী বক্তব্য রাখেন ইপসার প্রকল্প ব্যবস্থাপনক সানজিদা আক্তার, কর্মশালা সঞ্চালনায় ছিলেন ইপসার প্রকল্প কর্মকর্তা মুহাম্মদ আতাউল হাকিম। শুরুতে শুভেচ্ছা বক্তব্য ও কর্মশালার উদ্দেশ্য আলোকপাত করেন সেভ দ্য চিলড্রেন ‘র সিনিয়র অফিসার আখফারুজ্জামান রুবেল, Early Warnings and Advisory Message বিষয়ক সেশন পরিচালনা করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, চট্টগ্রাম এর উপ পরিচালক মো. আব্দুর রহমান খান,
Advisory Message Dissemination – বিষয়ক সেশন পরিচালনা করেন রাইমস এর অফিসার মো. আশিকুজ্জামান, Developing Sector Based Advisory Messages based on Scenario সম্পর্কিত গ্রুপ ওয়ার্ক কার্যক্রম পরিচালনা করেন ইপসার প্রজেক্ট অফিসার (মনিটরিং) এস এম শাহরিয়ার আলম। কর্মশালার প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মো. আশরাফুল আমিন বলেন আজকের কর্মশালার বিষয়টি অত্যন্ত সময়োপযোগী, পাহাড়ধস চট্টগ্রাম সহ বাংলাদেশের কয়েকটি অঞ্চলে বড় ধরণের দুর্যোগ হিসেবে চিহ্নিত। কিন্তু এখনো পর্যন্ত পাহাড়ধসের কার্যকর পূর্বাভাস নেই। জাতীয় পর্যায়ে এই সংক্রান্ত কোন প্রটোকল তৈরি হয়নি। ইপসা ও সেভ দ্য চিলড্রেন কে দেখেছি “এ্যান্টিসিপেটরি এ্যাকশন” প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে এবং স্টেক হোল্ডারদের সাথে বিভিন্ন কর্মশালার মাধ্যমে ঝুঁকি চিহ্নিতকরণ, খাত ভিত্তিক কার্যকর পূর্বাভাস ও আগাম সতর্কবার্তা তৈরিতে বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করে যেতে। এই বিষয়ে তাঁদের গবেষণাও চলমান রয়েছে বলে জেনেছি। সামগ্রিক বিষয়টি খুবই ইতিবাচক রেজাল্ট আনবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST