সাব্বির আহমেদ মানিক, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলায় অনুষ্ঠিত ৫২তম বার্ষিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার (ফুটবল) শিরোপা জয় করেছে বাজিতপুর উপজেলার সরারচর এস.এস. বালিকা উচ্চ বিদ্যালয়। অসাধারণ পারফরম্যান্স, দলীয় ঐক্য ও দৃঢ় মনোবলের মাধ্যমে তারা জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করে। উপজেলা পর্যায়ে আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সরারচর এস.এস. বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন হয়। এরপর জেলা পর্যায়ের খেলায় কিশোরগঞ্জ সদর উপজেলার চ্যাম্পিয়ন দলকে হারিয়ে তারা পরবর্তী পর্বে উন্নীত হয়। পরে কুলিয়ারচর উপজেলা চ্যাম্পিয়ন দলকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় সরারচর এস.এস. বালিকা উচ্চ বিদ্যালয়। জেলা পর্যায়ের ফাইনাল খেলায় মুখোমুখি হয় সরারচর সৌদামিনী সুরবালা বালিকা উচ্চ বিদ্যালয় ও কটিয়াদী উপজেলার চ্যাম্পিয়ন লোহাজুড়ি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। খেলা ছিল রোমাঞ্চকর ও টানটান উত্তেজনাপূর্ণ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে বাজিতপুরের সরারচর এস.এস. বালিকা উচ্চ বিদ্যালয় জয়লাভ করে কিশোরগঞ্জ জেলার চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে। খেলা শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাবিবুল্লাহ, প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এবং ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানান। তারা বলেন, “এই সাফল্য সরারচর এস.এস. বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য গর্বের বিষয় এবং এটি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় অর্জনের পথ খুলে দেবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.