::তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :: কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার রাস্তার পাশে পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে তিন কিলোমিটার স্থান জুড়ে তাল গাছের চারা রোপন করেছেন তাড়াইল থানা।তাল গাছের চারা রোপনের ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসিত হচ্ছেন তাড়াইল থানায় কর্মরত ওসি মোহাম্মদ সাব্বির রহমান।ইতমধ্যেই তিনি সকল পেশার মানুষকে নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান করে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলাবাসীর মনে জায়গা করে নিয়েছেন।মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ০৩.৫০ ঘটিকায় তাড়াইল উপজেলার তাড়াইল-করিমগঞ্জ রোডে এবং বেলাংকা বেড়িবাধঁ এলাকায় সড়কের দুই পাশে তাল গাছের চারা ও বীচ রোপন কর্মসূচির অনুষ্ঠানের উদ্ধোধন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার পপি খাতুন।
এ সময় সেচ্ছাসেবক সংস্থা মানব সেবায় আমরা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জাকিরুল ইসলাম বাকী বলেন, তাড়াইল থানার ওসির এমন ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সেচ্ছাসেবক সংস্থা চিকনি হিলফুল ফুযুল দ্য হেল্পিং উম্মাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এনায়েত হোসেন শাহারিয়ার বলেন, তাড়াইল থানার ওসির এমন উদ্যোগ পতিত জমিতে মানুষকে বৃক্ষ রোপনে উৎসাহ যোগাবে। উপজেলাবাসী মুগ্ধ হচ্ছেন ওসির এমন উদ্যোগে। ওসি মোহাম্মদ সাব্বির রহমান বলেন, এই থানায় যোগদানের পরে লক্ষ্য করি প্রায় বজ্যপাতে মানুষ মারা যাচ্ছে। এলাকায় তেমন তাল গাছ নেই, যাতে বজ্যপাত প্রতিরোধ করে মানুষের জীবন বাঁচাতে পারেন। তাই আমি নিজ উদ্যোগে তালের চারা রোপন করার উদ্যোগ নেয়। প্রথম ধাপে ৩০০টি তালের বীচ রোপন করি।দ্বিতীয় ধাপে আগামীকাল বিকাল ০৩.০০ ঘটিকায় দজিজাহাঙ্গাগীরপুর রোডে ২০০টি তালের চারা রোপন করব। তিনি আরও বলেন, এই কাজে স্থা্নীয় সেচ্ছা সেবক সংস্থা ‘দ্য হেল্পিং উম্মাহ ফাউন্ডেশন’ ‘মানব সেবায় আমরা’ চিকনি হিলফুল ফুযুল’ আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। বজ্যপাতের হাত হতে জনসাধারণের জীবন রক্ষার জন্য এই উদ্দেগ্যে।
সরেরজমিনে ঘুরে দেখা যায়, প্রায় তিন কিলোমিটার জায়গা জুড়ে রাস্তার দুই পাশে রোপন করা হয়েছে ৩০০ অধিক তাল গাছের চারা বীচ। সেবক সংস্থা ‘দ্য হেল্পিং উম্মাহ ফাউন্ডেশন’ ‘মানব সেবায় আমরা’ চিকনি হিলফুল ফুযুল সহ এলাকার লোকজন নিজেদের কাজের ফাঁকে ফাঁকে করেন পরিচর্যা করলে এটা মানবকল্যাণে দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.