মোঃআলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ
আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার,উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রৌফ সরকার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব কিবরিয়া চৌধুরী হেলিমসহ অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা কন্যাশিশুদের উন্নয়ন,নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে কন্যাশিশুদের নানা সমস্যা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং এসব সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.