টাফ রিপোর্টার : কিশোরগঞ্জে সদর উপজেলার কিশোরগঞ্জ পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হুজাইয়াল আল রাইয়ান | বাবার নাম তোফায়েল আহমেদ রবিন |
পেশায় একজন ব্যবসায়ী | শনিবার সকাল অনুমানে ১১ টায় বন্ধুদের সাথে খেলতে যাবে বলে বাসা থেকে বের হয় | পিটিআই গলির মেইন রোডে আসা মাত্র অপরিচিত এক লোক তার হাতে একটি মোবাইল ফোন দেন | এবং একটি নাম্বার বের করে দিতে সাহায্য চান | মোবাইল ফোনটি তার কাছে নিতেই রাইয়ান মানসিকভাবে জ্ঞান হারিয়ে ফেলে | তখন অপরিচিত লোকটি রায়ানাকে হাত ধরে শহরের দিকে নিয়ে যেতে থাকে | বেলা অনুমান ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কিশোরগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় ছেলেটিকে নিয়ে ঘোরাঘুরি করে | একপর্যায়ে বড়বাজার মোড়ে আসার পর রায়হান বুঝতে পারে যে তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে ভেবে সে নিজেই বড় বাজার থেকে প্রাণপনে দৌড়ে ফায়ার সার্ভিস অফিসের দিকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে | সেখানে হিন্দু এক লোকের কাছে আশ্রয় নেয় | পরে স্থানীয় লোকজন তার কথা শুনে পরিবারের কাছে নিয়ে যায় | রায়ানের বাবা তোফায়েল আহমেদ রবিন জানান , রায়ানের সহপাঠী হুসাইন তাদেরকে জানায় রায়হানকে অপরিচিত এক লোকের সাথে শহরের দিকে যেতে দেখেছে | এ সংবাদ পেয়ে তারা সারা শহরে খুঁজতে বের হন | এ ব্যাপারে তিনি কিশোরগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান |
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.