আমিনুল ইসলাম রিপন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কৃতি সন্তান, এনটিভির সাবেক বার্তা সম্পাদক প্রয়াত তাজুল ইসলাম সীমান্ত খোকন ১ম মৃত্যুবার্ষিকী আজ। উত্তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে সীমান্ত খোকনের স্মরণে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়ভূমি তাড়াইল’র উদ্যোগ ও আয়োজনে সুবিধাবঞ্চিত আবুল কাশেমকে জীবিকা নির্বাহ করতে একটি অটোরিকশা দেওয়া হয়েছে।
বুধবার তাড়াইল উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে আবুল কাশেমের হাতে অটোরিকশার চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন। এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ সারোয়ার আলম সাধারণ সম্পাদক তাড়াইল উপজেলা বিএনপি ,মোঃ সামির হোসেন সাকি মহাজন যুগ্ম সাধারণ সম্পাদক তাড়াইল উপজেলা বিএনপি, জুলাই অভ্যুত্থানে শহীদ রুবেলের বড় ভাই ইফতেখার আহমেদ জুয়েল , মোঃ জহিরুল ইসলাম জীবন জাতীয় সাংবাদিক সংস্থার সম্মানিত উপদেষ্টা, ওমর ফারুক যুবদল আহবায়ক তাড়াইল উপজেলা বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ইউএনও পপি খাতুন বলেন, গুণী সাংবাদিক সীমান্ত খোকনকে স্মরণ ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে প্রিয়ভূমি তাড়াইলের এই মানবিক কর্মসূচি সমাজের প্রান্তিক মানুষদের আত্মনির্ভরশীল করে তোলার এক অনন্য প্রয়াস। আশা করি এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।