মোঃআলম খান,জেলা প্রতিনিধিঃ
জুলাই সনদের আইনিভিত্তি,ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নেত্রকোনা মদনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী দলগুলো।
শুক্রবার (২৬সেপ্টেম্বর ২৫)জুমার নামাজের পর উপজেলা মডেল মসজিদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নেত্রকোনা-৪(মদন, মোহনগঞ্জ, ও খালিয়াজুরী)আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আল-হেলাল তালুকদার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ভাইস চেয়ারম্যান মাও,রুহুল আমীন, উপজেলার আমির মাও,অলিউল ইসলাম, আরোও বক্তব্য রাখেন, খেলাফত মসলিস থেকে সাংগঠনিক সম্পাদক আমির হামজা,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল ওয়াহেদ,নায়েবের আমির ইদ্রিস মাস্টার,সাজেদুল হক সাজু প্রমুখ।
সমাবেশ শেষে মদন পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যা সাব-রেজিস্টারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
জামায়াতে পাঁচ দফা দাবি সমূহঃ
১/জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২/আগামী নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩/অবাধ,সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪/ফ্যাসিস্ট,সকল জুলুম নির্যাতন,গণহত্যা ও দুর্নীতির বিচার দূশ্যমান করা এবং
৫/স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
বক্তারা আরো বলেন,সরকার জনগণের এই দাবি গুলো মেনে না নিলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব,তাই অনতিবিলম্বে দাবি গুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জামায়াত নেতৃবৃন্দ আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.