নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারে বাংলাদেশের শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান ও এনজিওদের মুখ্যপাত্র এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ—এডাবের ৩দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ হিড বাংলাদেশ প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
এসময় তিনি সিলেট বিভাগের ৪টি জেলাসহ মোট ৬টি জেলার ২৫ জন এনজিও প্রধানদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এস এ হামিদের সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাখন চন্দ্র সূত্র ধর। ৩দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এডাব মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক পরিতোষ দেব ও এডাব বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তার।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.