*বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
উত্তরাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহ্যবাহী সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি প্রফেসর ডা. অজন্তা রাণী সাহা, সাধারণ সম্পাদক শরফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক বাবু সুখন দত্ত, জহিরুল কাজল এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. শাহজাহান,ও আবুল হাসেম ভূঁইয়া প্রমুখ ।
আলোচনায় বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে শিক্ষায় অনুপ্রাণিত করবে এবং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
সবশেষে কৃতি ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে গুণিজন, অভিভাবক এবং স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উত্তরাধিকার ফাউন্ডেশন আগামীতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন করবে বলে জানান আয়োজকরা। তবে কেউ কেউ দুঃখ প্রকাশ করে বলেন যে অনুষ্ঠানটি লাইব্রেরিতে না করে শিবনাথ স্কুলের কোনো কক্ষে করা যেতো। একটি বিভাজন অনেক কষ্টের কারণ হতে পারে। এমন বিভাজন বিরাগ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.