মোঃ আলম খান,নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোনায় সাংবাদিক পিয়াস আহমদের ওপর সন্ত্রাসী হামলা মামলার প্রধান আসামী মোঃ হাবিল মিয়াকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।
প্রসঙ্গত,দস্যুতার সংবাদ প্রকাশের জেরে গত ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে তিয়শ্রী বাজারে একদল সন্ত্রাসী সাংবাদিক পিয়াস আহমদকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে মারধর করে গুরুতর জখম করে। এ ঘটনায় ১৩ সেপ্টেম্বর নেত্রকোনা সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
পরে ১৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১টায় জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফজলুল করিম জানান,বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাবিল মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, সাংবাদিক নির্যাতন মামলার প্রধান আসামীকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামীদেরও দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.