মোঃ-- মাহফুজুল হক খান (জিকু)
পাকুন্দিয়া উপজেলা বিএনপি'র সাংগঠনিক দুর্বলতা ও দীর্ঘসূত্রতার কারণে তৃণমূলের নেতাকর্মীদে মধ্যে৷ চলছে চরম হতাশা ও ক্ষোভ। দলীয় কাঠামোতে শৃঙ্খলা ফেরাতে ৯টি ইউনিয়নে ১৫ দিনের জন্য কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সমন্বয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হলেও,আজ ছয় মাস পার হয়ে গেছে—তবুও কোন ইউনিয়নেই পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি।
উল্লেখ্য, যে প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক কমিটির দায়িত্ব ছিল দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ড কমিটি সম্পন্ন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলের মাধ্যমে একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। শুরুতে বলা হয়েছিল, এই কাজ শেষ হলেই আহ্বায়করা দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আজও তারা নিজেদের পদ ধরে রাখার নানা কৌশলে ব্যস্ত।
👉 এদিকে পাকুন্দিয়া উপজেলা বিএনপির মূল কমিটিও প্রায় চার বছর ধরে আহ্বায়ক কাঠামোতে চলছে। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কোনো উদ্যোগ না নেওয়ায় এবং ওয়ার্ড-ইউনিয়ন পর্যায়ে কার্যকর তদারকি না থাকায় বর্তমানে সংগঠনের ভিত দুর্বল হয়ে পড়েছে।
স্থানীয় নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন—এই সাংগঠনিক স্থবিরতার দায় কাদের? ইউনিয়ন কমিটিতে ব্যর্থতা, আহ্বায়কদের দায়িত্বহীনতা, কিংবা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের উদাসীনতা—এর পেছনে দায়ভার কে নেবে? বারবার এসব প্রশ্নের মুখোমুখি হলেও পাকুন্দিয়া উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারছেন না।
অনেকে মনে করেন, পদ-পদবির মোহে পড়ে আহ্বায়কগন এখন নিজেই স্বপদে স্থায়ী হওয়ার অপচেষ্টায় ব্যস্ত। এতে করে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে, তৃণমূলের নেতা-কর্মীদের অংশগ্রহণের পথ রুদ্ধ হচ্ছে এবং প্রকৃত সংগঠকরা কার্যত অবহেলিত হয়ে পড়ছেন।
এই অচলাবস্থা দলের ভবিষ্যতের জন্য যেমন ক্ষতিকর, তেমনি এটি বিএনপির গণতান্ত্রিক নীতির বিরুদ্ধেও স্পষ্টভাবে সাংঘর্ষিক। এখন সময় এসেছে দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনার, সংগঠনের ভিত মজবুত করার এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব তৈরির।
তৃণমূলের নেতাকর্মীরা আশাবাদী, কেন্দ্রীয় বা জেলা বিএনপি এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে এবং পদ-পদবির লোভ নয়, বরং দলের নীতির প্রতি অঙ্গীকারই অগ্রাধিকার পাবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.