নিজস্ব সংবাদদাতা
কিশোরগঞ্জে "উচ্চ ফলনশীল বিজেআরআই কেনাফ এইচসি-৯৫ এর আঁশ ও বীজ উৎপাদন প্রযুক্তি কৃষক পর্যায়ে জনপ্রিয়করণ ও সম্প্রসারণ" বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত
পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত অদ্য ১৭/০৭/২০২৫ তারিখ বৃহস্পতিবার দুপুরে জয়কা, করিমগঞ্জ, কিশোরগঞ্জে পাট ও কেনাফের নতুন জাতের জনপ্রিয়করণ ও সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মোঃ গোলাম মোস্তফা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রজনন বিভাগ, বিজেআরআই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. বোরহান আহমেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, জেনোম গবেষণা দপ্তর, বিজেআরআই। উক্ত সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. মোঃ ইউনুছ আলী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিজেআরআই, কিশোরগঞ্জ। উক্ত মাঠ দিবসে জয়কা ইউনিয়নের ৭০ জন পাট চাষী অংশগ্রহণ করেন। মাঠ দিবসে সঞ্চালকের দায়িত্বে ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃ রাশেদ খান মিলন। বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব তাসনুফা করিম ঝুমুর তার স্বাগত বক্তব্যে বলেন, পাট একটি পরিবেশ বান্ধব ও লাভজনক ফসল যা মাটির উর্বরতা বৃদ্ধি করে। তিনি পাট ও কেনাফের আঁশ উৎপাদন কলাকৌশলসহ ও রোগবালাই নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃ সাখাওয়াত হোসেন বলেন, এক বিঘা জমিতে ধান ও পাট চাষের ক্ষেত্রে পাটের উৎপদন খরচ কম হওয়ায় লাভ তুলনামূলক বেশি এবং অন্যান্য ফসলের তুলনায় পাট গাছের বৃদ্ধি ভাল হয়। বিশেষ অতিথি ড. বোরহান আহমেদ বলেন, কেনাফের হলুদ রোগের বাহক হিসেবে কাজ করে সাদা মাছি এবং লিফ ইয়োলোয়িং ভাইরাসের মাধ্যমে এই রোগের বিস্তৃতি ঘটে। এছাড়াও গাছে নাইট্রোজেনের প্রতিনিয়ত সরবরাহ বজায় রাখার জন্য কেনাফের জমিতে আঁশ ফসলের ক্ষেত্রে ২ ভাগে এবং বীজ ফসলের ক্ষেত্রে ৩ ভাগে ইউরিয়া সার প্রয়োগের পরামর্শ দেন। তিনি কেনাফের হলুদ রোগ দমনসহ বিকল্প রোগ প্রতিরোধী জাত উদ্ভাবনের চেষ্টা চলছে বলে কৃষকদের অবহিত করেন। প্রধান অতিথি কৃষিবিদ ড. মোঃ গোলাম মোস্তফা তাঁর বক্তব্যে কৃষকদের ধান ক্ষেতে বিদ্যমান আইলে পাট বীজ উৎপাদন করার পরামর্শ প্রদান করেন এবং কৃষকদের সাথে পাট চাষ বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। তিনি আরও বলেন, ভাইরাস এমন একটি জীবাণু যা প্রতিনিয়ত নিজের রূপ বদলায়, এজন্য কেনাফের পাতার হলুদ রোগের ভেক্টর/সাদা মাছি দমনের জন্য ইমিডাক্লোরোপিড গ্রুপের ঔষধ ব্যবহারের পরামর্শ দেন। তিনি বীজের সংকট দূরীকরণে কৃষকদের নিজেদের বীজ নিজে উৎপাদনসহ জয়কা অঞ্চলে কৃষক প্রশিক্ষণ আয়োজনের জন্য অত্র কেন্দ্রের ইনচার্জ মহোদয়কে পরামর্শ প্রদান করেন। উক্ত মাঠ দিবসে সভাপতি ড. মোঃ ইউনুছ আলী বলেন, কেনাফ একটি উচ্চ ফলনশীল এবং দূর্যোগ সহনশীল জাত। তিনি বিজেআরআই কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ৫৭ টি পাট ও কেনাফ জাত কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বীজ উৎপাদন কৌশল ও পদ্ধতি নিয়ে বিশদ আলোচনা করেন। পরিশেষে কৃষকদের নিজের বীজ নিজে উৎপাদন করে বীজের স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও লাভবান হওয়ার ব্যাপারে কৃষকদের উৎসাহ প্রদান করে উক্ত মাঠ দিবসের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.