নিজস্ব প্রতিবেদক:
(নিজস্ব প্রতিবেদক):
২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ তরুণ সোহেলের স্মরণে কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা পরিষদ চত্বরে আম গাছের চারা রোপণ কর্মসূচি পালিত হয়েছে। শহীদের আত্মত্যাগকে স্মরণ করে তাঁর নামে এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে দেশপ্রেম, গণতন্ত্র ও সবুজ আন্দোলনের চেতনাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
শনিবার সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাবা ফৌজিয়া খান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরানুল ইসলাম, পিপিএম, সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা, এবং সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম মারুফ।
রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার আমির আলমগীর হোসাইন তালুকদার, এবং দানাপাটুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাজাহান সানাউল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা শহীদ সোহেলের সাহস ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, “শহীদ সোহেল ছিলেন গণতন্ত্রের জন্য আত্মোৎসর্গকারী এক সাহসী কণ্ঠ। তাঁর রক্তপাত এ দেশের জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে আরও বেগবান করেছে।”
বক্তারা আরও বলেন, “আম গাছের মতোই শহীদ সোহেলের আদর্শ দীর্ঘস্থায়ী হবে, ছায়া দেবে, প্রেরণা জোগাবে। আজকের এই চারা রোপণ কর্মসূচি শুধু একটি বৃক্ষরোপণ নয়, বরং এক চেতনার প্রতীক।”
আয়োজকরা জানান, শহীদ সোহেলের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে ভবিষ্যতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ ও বনজ বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশজুড়ে গণআন্দোলনের সময় কিশোরগঞ্জে পুলিশের গুলিতে নিহত হন তরুণ প্রতিবাদী সোহেল। তিনি ছিলেন অন্যায়-অবিচারের বিরুদ্ধে রাজপথে দৃঢ়চিত্ত প্রতিবাদী এক মুখপাত্র।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.