সাব্বির আহমেদ মানিক বাজিতপুর (কিশোরগঞ্জ): প্রতিনিধি
ঐতিহাসিক জুলাই মাসে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ, শহীদদের সম্মানে স্মৃতি ফলক উন্মোচন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ মোঃ রাকিব, মোঃ রমজান আলী ও মোঃ কুদ্দুস মিয়ার স্মরণে তিনটি আমগাছের চারা রোপণ করা হয়। একইসাথে শহীদদের সম্মানে নির্মিত স্মৃতি ফলক উন্মোচন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরাসিদ বিন এনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহীদদের আত্মত্যাগ ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই স্মরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.