কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে ছাত্রদল নেতার হামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন এক ভূক্তভোগী পরিবার। বৃহস্পতিবার বিকেলে রাজারহাট প্রেসক্লাবে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা সদবের স্বরুপ চামারু গ্রামের ফারুক আলীর স্ত্রী মাহমুদা খাতুন সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি অভিযোগ করেন, একই গ্রামের আজাহার আলীর পুত্র উপজেলা ছাত্রদল আহবায়ক রুবেল পাটোয়ারীর পরিবারের সঙ্গে তাদের পারিবারিক বিবাদ চলে আসছিলো। এরই জের ধরে গত ৭জুলাই দুপুরে রুবেল পাটোয়ারী (২৬), সোহেল পাটোয়ারী (২৩) সহ ২০-২৫ জন দূর্বৃত্ত মাহমুদা বেগমের বাড়িতে গিয়ে তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ ৫লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে একপর্যায়ে তারা ওই বাড়িতে হামলা চালিয়ে তাদের টিনের বেড়া বাড়ির ফটক ও আসবাব পত্র ভাঙ্গচুরসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করেন। পরে এঘটনায় ওইদিন সন্ধ্যায় মাহমুদা বেগম বাদী হয়ে মামলার জন্য রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করলেও পুলিশ নানা টালবাহনা করে এপর্যন্ত মামলা রেকর্ড করেননি। ফলে তারা ন্যয় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন
অভিযোগ অস্বীকার করে রুবেল পাটোয়ারী বলেন মাহমুদা বেগমের দেবর শাকিল পাটোয়ারী ১সন্তান সহ আমার খালাতো বোনকে ডিভোর্স দিয়েছে। অথচ দেনমোহর ও ভরন পোষনের টাকা না দিয়ে তারা বিষয়টি ভিন্ন খাতে প্রবাহের
অপচেষ্টা করছে রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন, বিষয়টি পারিবারিক কলহের ব্যাপার।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.