নিজস্ব প্রতিবেদক
বৃটেনে বাংলাদেশী শীর্ষ ওলিয়ে কামিল, প্রখ্যাত বুযুর্গ, ইউকে ওলামা সোসাইটির প্রতিষ্ঠাতা-সভাপতি ও আনজুমানে আল-ইসলাহ ইউকের প্রতিষ্ঠাতা, লন্ডন দারুল হাদীস লাতিফিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা, শায়খুল হাদীস, উস্তাযুল ফুকাহা ওয়াল মুহাদ্দিসীন, রঈসুল কুররা, মুফতিয়ে আযম, হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহঃ) –এর পঞ্চম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫ইং), লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
আল্লামা দুবাগী রাহমাতুল্লাহ আলাইহি ঈসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন তাঁর বড় ছাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দুবাগী ছাহেবের ছোট ছাহেবজাদা ক্বারী মহবুবুর রহমান চৌধুরী।
মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আল্লামা দুবাগী রাহমাতুল্লাহ আলাইহির মুরীদীন, মুহিব্বীন ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
আল্লামা দুবাগী ছাহেবের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল লন্ডন এর ডাইরেক্টর আল্লামা সাদিক কোরেশী আল-আজহারী, মুহিউল ইসলাম মসজিদের খতীব আল্লামা শের আহমদ বারকাতি, রাখালগঞ্জ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা হবিবুর রহমান চাতকী, ইউকে আঞ্জুমানে আল-ইসলাহর সাবেক সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল জলিল, লন্ডন নিউক্রস জামে মসজিদের খতিব মাওলানা অলিউর রহমান চৌধুরী ছাহেবজাদায়ে দুবাগী, মুফতি সৈয়দ মাহমুদ আলী, সাবেক মন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী, ফাইজানে ইসলাম মসজিদের খতীব আল্লামা সানাউল্লাহ ছেটি, লন্ডন দারুল হাদিস লতিফিয়ার সাবেক প্রিন্সিপাল মুফতি ইলিয়াস হোসেন, যুক্তরাজ্য আঞ্জুমানে আল-ইসলাহর সভাপতি মাওলানা নজরুল ইসলাম, দুবাগী সাহেবের নাতি মাওলানা মুহিউস-সুন্নাহ চৌধুরী আল-আজহারী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, জামিয়াতুল উম্মাহ লন্ডনের সিনিয়র উস্তাদ মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী, লতিফিয়া উলামা সোসাইটির সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, লেস্টার দারুস সালাম মসজিদের খতিব হাফিজ মাওলানা আব্দুল জলিল, উলামা পরিষদ বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম জলঢুপী, বিশিষ্ট শিক্ষাবিদ লন্ডন বিশ্ব বিদ্যালয়ের ইম্পিরিয়াল কলেজের প্রফেসর ডঃ হেলাল আহমদ, শেডওয়েল জামে মসজিদের সাবেক খতিব মাওলানা নুরুল ইসলাম, লন্ডন দারুল হাদিস লতিফিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল আউয়াল হেলাল, বাংলাদেশি ইসলামিক সেন্টার, লজেলস, বার্মিংহাম এর ইমাম মাওলানা হুসাম উদ্দিন আল-হুমাইদি, এনফিলড জালালিয়া মসজিদের ইমাম মাওলানা আলী আহমদ, লন্ডন আল-ইসলাহ ডিভিশনের সভাপতি হাফিজ মাওলানা কয়েছুজ্জামান, উলামা পরিষদ বিয়ানীবাজারের কোষাধ্যক্ষ ক্বারী ইউনুস আহমদ, আল-ইসলাহ টাওয়ার হ্যামলেটস্ শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুল আজিজ, হাফিজ মাওলানা ওহিদ উদ্দিন সিরাজী, হাফিজ খায়রুল ইসলাম।
মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, হাফিজ মাওলানা মারুফ আহমদ, মাওলানা এহসানুল হক (বার্মিংহাম), হাফিজ নাজিম উদ্দিন, হাফিজ মতিউল হক, হাফিজ সাজ্জাদুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দিন, মাওলানা হবিবুর রহমান, হাফিজ মাওলানা সাজ্জাদুর রহমান, প্রফেসর মিসবাহ উদ্দিন, মাওলানা জয়নাল আবেদীন, হাফিজ মাওলানা গুফরান আহমদ অলি, হাফিজ শানুর আহমদ, ক্বারী সুফিয়ান বিল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন কুরআন সুন্নাহ তথা দ্বীন ইসলামের সঠিক মর্মবাণী ও দর্শন লেখনি ও বক্তব্যের মাধ্যমে তুলে ধরে আদর্শ দ্বীনদার সু-নাগরিক সৃষ্টিতে অসাধারণ অবদান রাখেন আল্লামা মুফতি মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন বহুমুখী প্রতিভাধর একজন চৌকস ইসলামী ব্যক্তিত্ব। কুরআনের খেদমত, ইসলাম প্রচার, মুরিদদের তালিম-তারবিয়াতসহ নানা খেদমতের পাশাপাশি তিনি বহু মূল্যবান গ্রন্থও রচনা করেন। তিনি ছিলেন দল-মতনির্বিশেষে সবার কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে তিনি উজ্জল নক্ষত্র ছিলেন। যিনি শরীয়ত ও মারেফাতের অতি উচ্চ মর্যাদাশালী আল্লাহর অলী। তিনি গ্রেট বৃটেনের উল্লেখযোগ্য প্রতিটি শহরে বিভিন্ন মাহফিলের মাধ্যমে মানুষের মাঝে ইসলামি শিক্ষা বিস্তারের মহান দায়িত্ব পালন করেন।
যুক্তরাজ্যে তিনি “লেস্টারের ছাহেব” হিসেবে সমধিক প্রসিদ্ধ ছিলেন। আল্লামা দুবাগী ছাহেব জৈনপুরী-ফুলতলী মতাদর্শের প্রথম আলিমে দ্বীন যুক্তরাজ্যে আগমন করেছিলেন। ১৯৭৮ সালে জানুয়ারী মাসে তিনি সর্বপ্রথম বৃটেনে এ মছলকের ভিত্তিস্থাপন করেন। লেস্টার দারুস সালাম মসজিদ প্রতিষ্ঠা করেন এবং যুক্তরাজ্যে এ মসজিদই মছলকের প্রথম প্রতিষ্ঠান। এ মসজিদই তিনি সর্বপ্রথম বৃটেনে দারুল কেরাত চালু করেন।
পরে একই বছর ১৯৭৮ সালের ২রা জুন শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. প্রথমবারের মত বৃটেন সফর করেন। এই সফরেই দুবাগী ছাহেব স্বীয় পীর ও মুর্শিদ আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী রহ. এর সাথে বৃটেনে মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের দ্বীনি শিক্ষার কথা আলোচনা করে মাদরাসা প্রতিষ্ঠার প্রস্তাবনা ও পরিকল্পনা করেন। ফুলতলী ছাহেব (রহ.) এ সফরেই লন্ডনে মাদরাসার ভিত্তিস্থাপন করেন। তখন মাদরাসার নাম ছিল মাদরাসা-এ-দারুল ক্বিরাত মজিদিয়া। পরবর্তীতে এই মাদরাসার নামকরণ হয় লন্ডন দারুল হাদীস লাতিফিয়া। সৈয়দপুরের ঘটনার পর ১৯৮০ সালের মার্চ মাসে দুবাগী ছাহেব যুক্তরাজ্যের বিভিন্ন শহরের মুরব্বিয়ানকে নিয়ে লেস্টার শহরে এক সভার আয়োজন করে বিলাতে সর্বপ্রথম আনজুমানে আল-ইসলাহ প্রতিষ্ঠা করেন। বৃটেনে তিনি ফুলতলী মছলকের নীতিনির্ধারক ছিলেন। তাই দুবাগী ছাহেবের কারণে লেস্টারই ছিল মছলকের হেডকোয়াটার বা প্রধান কেন্দ্র। বৃটেনে তখন মছলকের সব কার্যক্রম পরিচালিত হত দুবাগী ছাহেব রহ. এর নেতৃত্বে। ১৯৭৮ সালে এই লেস্টারেই ফুলতলী ছাহেব সর্বপ্রথম আগমন ও অবস্থান করেছিলেন।
আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী, ঈসালে সাওয়াব মাহফিল কমিটির পক্ষ থেকে উপস্থিত উলামায়ে কেরাম, সুধী মন্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, ব্রিকলেন জামে মসজিদ ব্যবস্থাপনা কমিটি, স্বেচ্ছাসেবক, বিশেষকরে লন্ডনের বাহিরের দূর দূরান্ত বিভিন্ন শহর থেকে আগত সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করেন যে তারা উপস্থিত হয়ে এ মোবারক মাহফিলকে সাফল্য মন্ডিত করেছেন। অনেকে বিভিন্নভাবে সহযোগীতা করেছেন আল্লাহ তালা সবাইর এ মেহনতকে কবুল করেন।
এ মহতী অনুষ্ঠানে মীলাদ পাঠান্তে দোয়া পরিচালনা করেন দুবাগী ছাহেবের সুযোগ্য বড় ছাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী। সর্বশেষে শিরনি বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্তি ঘোষণা করা হয়।